সাময়িকী : শুক্র ও শনিবার
-হাসিনা হারভীয়া
মাঝে মাঝে মন চাই, এতো ব্যস্ততার কোলাহল
এতো সুখ -দুঃখ অভিমান অভিযোগ সব রেখে,
চলে যায় দুরে কোথাও, নির্জনতায় নিঃশব্দে।
চোখে জমা বিষাদগুলো ঝরে যাক অশ্রু হয়ে,
কমে যাক কিছুটা,বুকের পাজরে অনবরত
রক্তক্ষরণ, বয়ে যাক স্রোত হয়ে।
তোমার আঘাতগুলো নিঃসঙ্গ করে আমায়,
ক্ষতবিক্ষত করে আমায় হৃদয়,
মন চাই আমার সমস্ত ব্যার্থতাগুলো,কুড়িয়ে নিয়ে
অনুভুতিগুলো বিসর্জন দিয়ে, লুটে পড়ি সেই,
প্রেমহীন একাকিত্বে স্রোতহারা,হাহাকার
সেই নদীর বুকে, বার বার,
তুমি কষ্ট দিলে বেড়ে যায় ব্যাথাটা বুকের গভীরে,
নেমে আসে নীরব নৈঃশব্দ্যের বিনিদ্র অন্ধকার,
আমার এই রঙহীন জীবনের ক্যানভাসে,
লিখেছি তোমার নামটা,জানি একদি নিরাশ
হযে ফিরে যাবো, তুমি হীনা গহীন শুন্যতায় একা,
তাই তো মন চাই,দুরে কোথাও হারিয়ে যেতে
ব্যস্ততার কোলাহল ছেড়ে, সুখ- দুঃখ, অভিযোগ
ছেড়ে। নির্জনতায়, একা।
Add Comment