সাময়িকী : শুক্র ও শনিবার
-মতি গাজ্জালী
শিশুমনের খেলা।
এঁটেল মাটি নিয়ে কতকিছু বানানোর নেশা।
পেশা নয়। হাতের কাজ। কারুকাজ।
স্কুলে জমা দিতে হয় মাটির সেসব কাজ।
তালতাল মাটি। কন্যাশিশুটি জামাই বৌ গড়ে তোলে।
বলে, কথা বলো জামাইবাবু।
যেই জবাব নেই, অমনি ভেঙে আবার অন্যকিছুতে মনোযোগ,
বিয়োগ করতে করতে রাজা বানালো,
বললো, রাজা মহারাজ, কাপড় পরাতে পারব না, পাবেন না লাজ।
এবারও জবাব নেই। আবারও আছড়ে ভাঙল রাজাকেই।
রোজই এমন গড়ে পুতুল, ভাঙেও রোজ আছড়েই।
শিশুর অভিযোগ, পুতুল বলে কি জবান খুলবে না!
জানে না ওরা? আমি গড়েছি, প্রশ্নও করেছি, জবান কেন দেবে না!
জবান খুলবে না তো, বাঁচায়েও রাখব না।
এখন নিজে নিজে কাঁদে শিশু। জামাই কিছু বলে না,
বলে না কিছু রাজা।
তাতে তো পায় না কন্যামন পুতুলখেলার মজা,
মাটি কিছু বলে না, পুতুলও কিছু বলে না, এ কেমন সাজা?
এখন ফল ফুল আর পাখি বানায়। হাতি বাঘ সিংহ হরিণও,
মানুষ ছাড়া সবই বানায়। দেখে দেখে হাসি খুশী মনও।
Add Comment