সাময়িকী : শুক্র ও শনিবার
-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অযোধ্যা পাহাড়ে সূর্য মুখ দেখালে, মারাংবুরু জেগে ওঠেন। তখন আলোস্নাত পাথরের বুকে, লাল হলুদের বেসামাল চুঁইয়ে পড়া! ‘ সজনী সজনী রাধিকা লো’ সুরে নুপুর বেজে উঠতে, বাঁশিও অস্থির হয়। পলাশের আবেদন পত্রে বসন্তের অফুরান পিয়াস বাতাসে রটিয়ে দেয়, সে আসছে। হলুদ শাড়ির ভাঁজে ভাঁজে জমা করা বসন্তরেনু হাওয়ায় উড়তে থাকলে, অন্তর্বাস থেকে ছুটি নিয়ে দেখো, তারা কি রঙ মাখতে চাইছে!
Add Comment