সাময়িকী : শুক্র ও শনিবার
-কাকলী
ঘুম ভাঙতেই মাথার দিকে দৃষ্টি গেল,
রোজের মতোই আনন্দে ভিজে যায় চোখ!
ট্রে তে রাখা কটি তাজা গোলাপ
আর এক কাপ ধূমায়িত চা!!
অভ্যাস হয়ে গেছে প্রতিটি ভোরের,
জানলা দিয়ে কোমল সূর্য কিরণ,
দূরে কারও বাড়িতে মৃদু রবি ঠাকুরের গান!
ওর মাথার কাছে গোলাপ আর চায়ের সুগন্ধ!!!
যে রেখে যায় তাকে দেখেনি কোনও দিনও,
সে আসে ভোরে ঠিক ওর চোখ খোলবার আগেই!
হসপিটালের বিছানার আশ্রয়টা অনেক পুরোনো
কিন্তু অভ্যাসটা ধীরে ধীরে ‘আকাঙ্খা’ আর ‘অপেক্ষা’ নাম নিচ্ছে!!!
রোজ দিনে রাতে ফোনে দুটো sms আসে!
‘দিনটা কাটলো এবার রাতটা নিশ্চিন্তে ঘুমোও’
আর সকালে…’ভালো থেকো তুমি সবসময়’
এর বেশি কথা হয়না কখনও!!
নাহ! তাকে চোখে দেখেনি কোনওদিন,
নামটুকুও জানা নেই ওর!
ফোনের যোগাযোগ টাও নেহাতই ‘আক্ষরিক’ ,
আজও গলা শোনা হয়নি সে অপরিচিতের !!!
এভাবেই ‘ভালোবাসা’ আসা-যাওয়া করে!!
অন্য নামে ডাকতে গিয়েও ওই একই শব্দ ভাসে!
চোখ বুজে আসে যন্ত্রনায় যখন
বুক ভেঙে কাছে ডাকে ‘ভালোবাসা’ টাকে…
দাঁড়ায় সে এসে সামনে, তাকালে দেখাও যায়!
ছোঁয়া যায়, চেনা যায় ও মুখের প্রশান্তি,
আজ আর ছায়া হয়ে নয়, মিলিয়ে যাওয়া নয়,
সে ধীরে ধীরে এগিয়ে আসে ‘আলো’ হয়ে!!!
Add Comment