সাময়িকী : শুক্র ও শনিবার
-ভাস্কর চৌধুরী
কতকাল নিমগ্ন ছিলাম জলের ভেতরে।
উপরে আকাশ রোদ পাখি ছিলো ঠিক।
বহুদিন হাওয়াকলে বাতাস টেনে ক্লান্ত।
বাতাবি লেবুর মতো চোখ, সেই তুমি এলে।
ঘুম ঘুম চোখের ভেতরে আধো আলোতে।
বিমল বাতাসে দুলেছিলো বৃক্ষের পাতা।
দক্ষিণ দুয়ারী ঘরে উত্তরে দেয়াল তুলে
অপরীক্ষত এক জীবনে তোমাকে নিলাম।
ঘোরের ভেতরে নীল লাগে, আসলে নীল নয়
মাছির পাখার মতো চকচক করে সেই রং
কৃষ্ণ বিবরে সেই সব অচিহ্নহীত কৃষ্ণনগরে
আরব্য রজনীর পাতা খুলে পড়ি, সময় বয়ে
গেলে মুক্তির স্বাদ এইটুকু, কোনো এক বিপন্ন বোধের ভেতর নিমগ্ন দুপুরে শুয়ে
মনে হলো আজ জেগে উঠে দেখলাম পাতার কল্লোলে
এতোকাল আমি নীলিমার নীলে স্বপ্নে ছিলাম।
Add Comment