কবিতা

অভিমান

সাময়কী : শুক্র ও শনিবার

-শুভ্রা নীলাঞ্জনা

আজও বুকের ভিতর খুব গোপনে
অভিমান পুষে রাখি
ধূসর পাণ্ডুলিপির মত করে !
সেই কবেকার কথা !
আমার তো অহংকার করার কিছু
নেই এক সমুদ্র অভিমান ছাড়া !
চিরকালই বেহিসেবি ভুল গুলি আমাকে জড়িয়ে রাখে ভুলের অবগাহনে !
আজীবন ভুল ই ভালোবাসি ,
আমার অস্থি মজ্জায় মিশে
আছে ভুলের নামতা !
তাই আজও সব অভিমান জড়ো করে
তোমার উদ্দেশ্যে ভাসিয়ে দেই অজানায়!
অভিমান গুলি জড়ো হয়ে একদিন
মস্তবড় আকাশ হয়ে রবে !
দেখে নিও !

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031