সাময়িকী : শুক্র ও শনিবার
-ফারজানা রহমান
আমি, গাই জীবনের গান।
হাজার হাজার স্বপ্ন নিয়ে,
ভরা আমার প্রাণ।
জীবন বলে, আসীম দুঃখ ব্যাথার পাহাড়।
কাঁটায় ভরা পথ যে তোমার।
আমি বলি, জীবন আমার ফুল সজ্জা।
পাপড়ি বিছানো পথ যে আমার।
জীবন বলে, ধরা দেবেনা সুখ পাখি।
সুখ আসেনা জীবনে সবার।
আমি বলি, সুখের চাদর জীবনে আমার।
একবার নয় আসে বার বার।
জীবন বলে, মিছে মরিচীকায় ঘর বেধনা।
অবশেষে পাবে শুধু বেদনা।
আমি বলি, সুখের স্বর্গ ঘর আমার।
এমন সর্গ নেইতো সবার।
জীবন বলে, তুমি কি খুব আত্মপ্রত্যয়ী?
জীবনটাকে করবে জয়ী?
আমি বলি, বিশ্বাসেতে সুখ আসে।
সুখের স্রোতে হৃদয় ভাসে।
জীবন বলে, সব হারিয়ে নিঃস্ব তুমি।
কেউ না জানুক আমি জানি।
আমি বলি, পায়ে পায়ে সফলতা।
সবার মুখে আমার কথা।
জীবন বলে, কালবৈশাখীর ঝড়ো হাওয়া।
এটাই হবে তোমার পাওয়া।
আমি বলি, বসন্তের মিষ্টি বাতাস।
ভরিয়ে দিলো মনের আকাশ।
জীবন বলে, অমাবর্ষার আধার রাতে।
থাকবেনা কেউ তোমার সাথে।
আমি বলি, অমাবর্ষা নেই জীবনে আমার।
সময় কাটে শুধু পূর্ণিমার।
জীবন বলে, কেন এতো যুদ্ধ করো?
জীবনকে বদলে দেবে?
এই সাধ্য নেই তো কারো।
আমি বলি, যেমন ইচ্ছে সাজাতে পারি।
জীবনটা তো শুধুই আমার।
Add Comment