সাময়িকী : শুক্র ও শনিবার
-রুনা তাসমিনা
আজকাল বিলাপের শব্দ শোনা যায় না
বুক চাপড়িয়ে কাঁদেনা আর কেউ
মৃত্যুর মতো শীতল হয়ে গেছে মন
শবের চারপাশ ঘিরে থাকা স্বজন
তুলে রাখে শেষ বিদায়ের নির্মম ছবি
দেয়ালে দেয়ালে সাঁটা হয়ে যায় চিত্র
ভালোবাসা দুঃখ আর বৃদ্ধাঙুল
শোরগোল করে মাতম তোলে চিত্র ঘিরে
আজকাল আর বিলাপ করে কাঁদেনা কেউ
Add Comment