সাময়িকী : শুক্র ও শনিবার
-কাজী লাবণ্য
৩১ জুলাই ২০২১
মন পাগল হয়ে গেছে, এই অস্থির সময়ে মন পাগল হলে চলে!
মানুষের কথায় নায়ের গলুই থেকে মাথার আঁচল সরাই না
বাতাসে নাও দোলে, আমি দুলি, আমার পরাণ দুলতে থাকে
দুচোখ ভরা পানি নিয়ে চেয়ে থাকি, নদীর জলে –
আমার পরাণ কান্দে
তুমি আমাকে পরানের কতো খবর দিতে, মানুষ এমন করে
মানুষ অমন করে, মানুষ কথা দিয়ে কথা রাখে না,
আমি অবাক তাকিয়ে থাকতাম তোমার চোখের দিকে, তোমাকে পুরোটা বিশ্বাস করতাম
রুদ্ধস্বরের কোন অবসর নেই যাচাই করার
আমি চেয়ে থাকতাম ঠিক এমন করে, আজ যেমন তাকিয়ে আছি
পিরহানের মধ্যে আমার মন কান্দে, আমার পরান কান্দে
বুকের মধ্যে বাতাস ভারী হয়ে যেতে থাকে-
কেমন কষ্ট আমার, তোমায় বোঝাতে পারলাম না
এতো সবুজ পাতার মেহেদীর বুকের মাঝে রক্তের ছড়ানো
যে আবীর
তা থেকেও অস্থির আমার মনের প্লাবন
আমাকে বুকে টেনে নাও- দেখ আমার কাঁপনের সহাস্য অনুকম্পার
মাঝে তোমাকে দোলাতে পারিনে বলে-
আমি প্রগলভ এক নারী বড় বেশী আর্ত ভালোবাসায়
তোমাকে সন্ধ্যাতারা দেখাব বলে,
খুব ব্যাকুল বসে আছি
আমি যেমন দুলছি, তুমিও দুলছ, দুলছে পৃথিবী
অগণিত অন্তঃসারশূন্য মানুষের ভাবাবেগ থেকে
কোন কিছু সৃষ্টি হয়না,
তুমি কিছু পারলেনা দিতে
আমার হলনা আর কিছু দেয়া, শুধু দুলে গেলাম।
Add Comment