হ্যালোডেস্ক
১৩ আগস্ট ২০২১
বলিউড
‘ইদানীং দেখছি অনেক ছবিই ওটিটি প্ল্যাটফর্মে (যেমন নেটফ্লিক্স, আমাজন প্রাইম, জি-৫) মুক্তি পাচ্ছে। ফিল্মের লোক হিসেবে বিষয়টি নিয়ে আমি চিন্তিত। তবে আশা করছি এমনটা বেশিদিন থাকবে না।’
১১ আগস্ট এক অনুষ্ঠানে বলিউড হাঙ্গামাকে এসব কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
দীর্ঘদিন ভারতের সিনেমা হলগুলো বন্ধ থাকা নিয়েও কথা বলেন আমির। এ মাসে অক্ষয় কুমারের ‘বেলবটম’ দিয়ে কিছু হল চালু হওয়ার কথা। তখন আবার আমির বলেন, ‘রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হলেই এমনটা করা উচিৎ। আর লোকজনও আগে ভ্যাকসিনটা নিয়ে নিক।’
কোভিডের কারণে আমিরের ‘লাল সিং চাড্ডা’র মুক্তি বেশ পিছিয়েছে। এর মধ্যে আবার অনেক সিনেমা ছাড় পাচ্ছে ওটিটিতে। সম্ভবত লকডাউনে নতুন এই ট্রেন্ড দেখেই কিছুটা ঘাবড়ে গেছেন আমির। অবশ্য ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে বানানো নিজের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ সিনেমা হলেই মুক্তি দেবেন তিনি। সম্ভাব্য মুক্তির দিন ঠিক করেছেন এ বছরের বড়দিন।
Add Comment