সাময়িকী : শুক্র ও শনিবার
-শাওন আসগর
২৭ আগস্ট ২০২১
ভেবেছো ভুলে গেছি
ভুলে যাওয়া কী অতোই সহজ বলো?
যখন ভোরের পাখি সরল কণ্ঠে গেয়ে ওঠে গান
তখন মনে হয় তুমিও ধরেছো হারমোনিয়াম
যখন হকার দরোজার ফাঁকে রেখে যায় দৈনিক কাগজ
যেখানে লিখা থাকে বানবাসি ঘর নিত্য ভাঙ্গনের কথা
শিশু ও মায়ের আহাজারি , করোনা ডেঙ্গু জরের সংবাদ
তখন মনে পড়ে তোমার চেহারার ভাজ।
ভেবেছো ভুলে গেছি
ভুলে যাওযা কী অতোই সহজ বলে?
দুপুরের ভারি বৃষ্টি এসে বলে যায় খবর
তোমার বারান্দায় সব ফুল সব টব ভিজে রয়িমান
উৎকণ্ঠা আর বিরক্তিকর মেঘমালায় তোমার বিষন্ন মুখ
আমি অলস শরীর নিয়ে সব স্মৃতি পাঠ করি
বিছানার চাদরে লেগে থাকে অপরাহ্নের ফ্যাকাশে আলো।
Add Comment