হ্যালোডেস্ক
৩০ আগস্ট ২০২১
স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যৌথভাবে দেশব্যাপী ১৫ হতে ৩৫ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয় বিষয়ক একটি বৈজ্ঞানিক সমীক্ষা শুরু হয়েছে।
এই কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের সহযোগিতায় ২৯ আগস্ট, বেইলী রোড গাইড হাউজের জাতীয় কার্যালয়ের অডিটোরিয়ামে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কিশোর ও তরুণদের মাঝে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে পরীক্ষা করার পাশাপাশি দেওয়া হয় পরামর্শ। বাংলাদেশ সরকারের সকল নির্দেশনা অনুসরণ করে সমীক্ষাটিতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে ব্লাড সুগার, রক্তচাপ, রক্তের চর্বি, কিডনি, হার্ট, চোখ ও পায়ের জটিলতা পরীক্ষা করা হয়। এতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে রাজধানী ও ঢাকা অঞ্চলের গাইড, রেঞ্জার, গাইডার ও অফিস স্টাফ সহ ১৪০ জনকে পরীক্ষা করা হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের সহযোগিতায় দেশের ৮টি বিভাগের ১টি জেলা শহর ও গ্রামে সমীক্ষাটি পরিচালিত হতে যাচ্ছে।
Add Comment