সাময়িকী : শুক্র ও শনিবার
-আনিস আহমেদ
২৫ সেপ্টেম্বর ২০২১
তোমাদের জন্ম ও বেড়ে ওঠা বড় দুঃসময়ে
কারণ আমাদের প্রিয় স্বদেশ
এখন শিল্প-সাহিত্য-সংস্কৃতির বলয়ের বাহিরে।
সুশিক্ষার গুরুত্ব উপলব্ধিতে
পরিবার,সমাজ,শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্র ব্যর্থ
তাই কেউ-ই চায় না
তোমরা সুশিক্ষিত হও।
তোমাদের পিতা-মাতা চায়
তাদের ইচ্ছাকে তোমাদের উপর
জোর করে চাপিয়ে দিতে
তারা ভাবে,তোমরা তাদের স্বপ্ন পূরনের মাধ্যম মাত্র
তোমাদেরও যে নিজস্ব স্বপ্ন থাকতে পারে
এটা তারা ভাবতেই চায় না।
আসলে তারা চায়
তোমরা ভালো চাকর হও
আর বার্ধক্যে তাদের অর্থের জোগান দাও।
আমাদের সমাজ চায় তাদের পুরানো
ধ্যান-ধারণা তোমাদের উপর চাপিয়ে দিতে
যাতে তোমরা সবার মত হও।
সমাজ পরিবর্তন সহজে মানতে চায় না।
অথচ শিক্ষা হল পরিবর্তনের প্রধান হাতিয়ার
আর শিক্ষিত হওয়া মানে বদলে যাওয়া।
তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানও
তোমাদের সুশিক্ষা দিতে পারে না।
কারণ তোমাদের বেশির ভাগ শিক্ষকই
ভালো পেশা না পেয়ে শিক্ষকতায় এসেছে।
ঐ যে প্রবাদ আছে না
যার নাই কোন গতি সে করে পন্ডিতি।
তাই বেচারারা সবসময় অর্থ কষ্টে ভোগে
তা থেকে মুক্তি পেতে
কেউ কেউ তোমাদের প্রাইভেট পড়ায়
কেউ বা আবার পার্ট টাইম
অন্য পেশার সাথে সংশ্লিষ্ট থাকে।
কী শিখলে_কী শেখালো
তা মোটেও মূখ্য নয়
টিউশন বাণিজ্যের ধারা বজায় রাখতে
কিংবা নিজের ব্যর্থতা ঢাকতে
অথবা কর্তৃপক্ষের চাপ থেকে মুক্ত থাকতে
তারা হয় প্রশ্ন ফাঁস করে দিবে
নয় তো পরীক্ষায় পাস করিয়ে দিবে।
আর যে দু’চার জন প্রকৃত শিক্ষক আছেন
তারাও সমাজ আর কর্তৃপক্ষের চাপে কোন ঠাসা
আর তাদের অবস্থার মতই ভঙ্গুর
আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা।
তোমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হল
আমলা ও রাজনীতিবিদ
তারা কখনোই চায় না
তোমরা সুশিক্ষিত হও
কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের মালিক জনগণ
আর তারা হল রাষ্ট্রের সেবক
সেবক কখনোই চাইবে না
মালিক শিক্ষিত হোক
তাহলে সেবা ও জবাবদিহিতার পরিমাণ বেড়ে যাবে।
এজন্যই তারা শিক্ষাব্যবস্থা ও শিক্ষিকদের অবস্থা
একদম বদলাতে চায় না।
তারা অনেক শিক্ষককে কর্মচারী বানিয়ে রেখেছে
অনেককে বেসিকের চেয়ে কম বেতন দেয়
কারণ তারা জানে
ব্যবস্থা যাইহোক যোগ্য লোক এপেশায় এলে
তোমরা সুশিক্ষিত হয়ে যাবে।
এখন তোমাদের শিক্ষিত হওয়াটা
কেবলই তোমাদের উপর নির্ভরশীল।
সবকিছুকে সন্দেহের চোখে দেখো
কারণ সন্দেহ হল সত্যের জননী।
প্রশ্ন করতে শেখো
কারণ প্রশ্ন হল জানার শ্রেষ্ঠ মাধ্যম।
পাঠ্য বইয়ের চেয়ে
অপাঠ্য বই বেশি পড়ো।
কারণ পাঠ্য বই পড়ান বোকারা
আর অপাঠ্য বই লেখেন মহান লোকেরা
আমিও একদিন তোমাদের মত ছাত্র ছিলাম
তাই তোমাদের নিয়ে স্বপ্ন দেখি
একদিন সব ষড়যন্ত্রকে ছিন্ন করে
তোমরা সুশিক্ষিত হয়ে উঠবে।
Add Comment