তরঙ্গটুডে

বিয়ে নিয়ে ভাবছি না, গান নিয়ে স্বপ্ন দেখছি : কণ্ঠশিল্পী লায়লা

হ্যালোডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২১


বিয়ে নয়, গানই আমার স্বপ্ন’ সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা।

সিনিয়র সাংবাদিক রাজীব খানের উপস্থাপনায় চ্যানেল টোয়েন্টিফোরের নিয়মিত বিশেষ আয়োজন ‘যত কথা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

লায়লা বলেন, ‘আমার শৈশব কৈশর নাটোর জেলার অজপাড়া গ্রামে হলেও বাবা বাউলশিল্পী শফিকুল মৃধার অনুপ্রেরণাতে ছোটবেলা থেকেই গানের পরিবেশে বেড়ে উঠা এবং গানের ভুবনে পা রাখা। তারই ধারাবাহিকতায় ২০১২ সালে ক্লোজআপ ওয়ানে অংশগ্রহণ করে দর্শকদের ভালোবাসায় বিজয়ী হয়ে আমি আজকে লায়লা।’

জনপ্রিয় এই গুণী শিল্পীর অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। “আমি তোমার হাতের ঘুড়ি হব”, “আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও ঐ রাঙ্গা পায়”, “এই মিনতি আল্লাহ্‌ গো তোমারই দরবারে”, “প্রাণ নাথ ছাড়িয়া জাইওনা মোরে”, “কোন মুসাফির গভীরও নিশি মসজিদেরও আঙ্গিনায়”, “তোর আদরে আমি আদরিনি”- হলো তার উল্লেখযোগ্য কয়েকটি।

উল্লেখ্য, এনটিভির সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান “তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২” তে বিচারকদের দেওয়া নম্বর ও দর্শকদের মোবাইল ‍এসএমএস ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়ে সংগীত জগতে পা রাখেন সুলতানা ইয়াসমিন লায়লা।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930