সাময়িকী : শুক্র ও শনিবার
১৫ অক্টোবর ২০২১
-শাহীন কামাল
দামের আগুন লাগছে এবার কাঁচাবাজারে
অল্প একটু বাজারেও খরচ টাকা হাজারে।
বাজারেতে মাছ নেই অবরোধ যে নদীতে
লালবাতি জ্বলছে মাছ ঘাটা গদিতে।
পুকুরের মাছ আছে -তা মুখে রোচে না
তেলাপিয়া বাদে হিসাব কোনভাবেই ঘোঁচে না।
বয়লার মুরগীও দিতেছেযে হাকডাক
মুখবোজে তা বুঝে বলি সব ঠিকঠাক।
আঁশছাড়া পাঙ্গাসে কেউ করে ভরসা
শুধু ডিম কিনে কেউ কমিয়েছে খরচা।
হুহু করে জ্বলতেছে বোতলের সোয়াবিন
সপ্তাহের তেলে চলে শুধু যে সোয়া দিন।
চাল ডাল নেই আর পূর্বের দামেতে
মুদি মাল কিনতে নেয়ে উঠি ঘামেতে।
চোখ জ্বলে হররোজ পেঁয়াজের ঝাঁজেতে
এত এত চিন্তায় মন বসে কাজেতে?
বাজারের হিসেবেতে ঘরে ঘরে খচখচ
পুঁজিপাটা যা ছিল সব কিছু তছনছ।
মাস করা বাজারেতে চলে এক সপ্তাহ
কাটছাট করে নিব সন্ধ্যার নাশতা।
বাজারে যাওয়া আজ ঠিক যেন সাজারে
মন চায় চলে যাই ফ্রি খাওয়া মাজারে।
দূরে গিয়ে দেখ যাব বাজারের হালচাল
মাজারে বসে খাব খিচুড়িতে ডাল চাল।
এইভাবে বেঁচে আছে যত মধ্যবিত্ত
ঋণ যা ছিল আগে, বেড়ে তাও দ্বিত্ব।
Add Comment