অনু গল্প

অকারণ ভালোবেসে

সাময়িকী : শুক্র ও শনিবার

০৫ নভেম্বর ২০২১


-কাজী মোহিনী ইসলাম

আজ দু’চোখে বড় জ্যোৎস্নার তৃষ্ণা আমার, নির্ঘুম নরম নির্জন মধ্যরাতের বিষন্ন অন্ধকারে; তুমি কি হবে শ্রাবণের বৃষ্টিভেজা পূর্ণিমা চাঁদ? অনন্ত-জীবনতৃষ্ণায় কত শত সহস্র পথ মাড়িয়ে এসেছি তোমার কাছে।
দু’হাতের মুঠোয় এনেছি শীর্ণ নদী, ধুসর ঘাস, ঝরা ফুলের ঘ্রাণ, উদ্বাস্তু পাখির পালক আর মৃত বিবর্ণ বৃক্ষের আত্মজীবনী; তুমি কি শুনবে সেসব অলেখা গল্পের উপাখ্যান?
বহু দূর থেকে ভেসে আসছে কোনো এক নাম না জানা পাখির গান, হৃদয় ছেঁড়া সে সুরে ঝরছে বিরল বিরহের নির্যাস!
আজ আমিও শোনাব তোমায় গোপন গহীনের গান, যে গানের স্বরলিপি পায়নি ঠাঁই জীবন খাতায় কোনোদিন।

তুমি কি আজ উত্তাল সমুদ্র হবে?
তীব্র জলোচ্ছাসে ভিজিয়ে দেবে সকল রুক্ষতার শুষ্ক আবেগ?
কেনো যে ভীষণ প্রাণ খুলে কাঁদতে ইচ্ছে করছে আজ; দিগন্তজোড়া কান্নার অনুরণন থামিয়ে
তোমার অথৈ বুকে ক’ফোঁটা তপ্ত অশ্রু দেবে ঠাঁই?
এসো বাতাস, আজ আমার খোলা চুলে বুলিয়ে দাও প্রগাঢ় প্রেমময় মায়াবী আঙুল; মনভাঙা বিষন্ন বকুল ছুঁয়ে,
তোলো সুর মোহন বাঁশির বুকে-
সে অমৃত সুরের দোলায় দুলুক পৃথিবী জাগুক ঘুমন্ত আত্মার প্রাণ;
দিক-দিগন্ত ভেঙে ছুটে আসুক সে প্রেম, যে প্রেমের অনন্ত প্রতীক্ষায়
কেটেছে অষ্ট প্রহর নবায়নহীন আজন্ম ভালোবাসা!
ও আকাশ! ঢালো সুমঙ্গলী বৃষ্টি অঝর ধারায়, কিংবা তুমুল বিদ্যুৎ বেগে কাঁপাও স্তব্ধতার পাথর অভিমান!
আজ আমি মৃত্যুময় মুগ্ধতায় অনন্য মিলনের অক্লান্ত অনুভব ছোঁবো।
তুমি কি আমার সমাধির একমুঠো মাটি হবে, অকারণ ভালোবেসে?

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728