সাময়িকী : শুক্র ও শনিবার
০৭ জানুয়ারি ২০২২
-তূয়া নূর
লুকোচুরি খেলতে গিয়ে গিয়ে কই হারালো ছেলে,
মনের ভুলে সবাই তাকে একলা গেল ফেলে।
কেউ পেলো না ভাঙা বাড়ির সেই জায়গাটা খুঁজে,
একটু খানি ভয় কি পেলো চোখটা এলো বুজে।
বের হয়ে সে দেখল এসে ঘরটা বইয়ে ঠাসা,
ঝুল-কালিতে ভরে আছে মাকড়সাদের বাসা।
মন টানে তার বইয়ের ছবি— হাতে নিলো তুলে
পড়তে গিয়ে চোখের সামনে দুয়ার গেলো খুলে।
কাঠবিড়ালি ছুটছে ঘাসে পাশে একটা নদী,
বলছে যেন, বাদাম দিবো ধরতে পারো যদি।
সামনে পাহাড় আকাশছোঁয়া মেঘের বহর তাতে,
ধোয়ার মতো, ভেজা শরীর— যায় যে ছোঁয়া হাতে।
মা এসে যে তখন বলে, হারিয়ে গেলি কই!
খোকা বলে, হারায় নি মা, পড়ছি মজার বই!
Add Comment