সাহিত্য

বই মেলায় মাহবুবুর রহমান রিপনের ‘বঙ্গবন্ধুর রাজ্জাক’

২১শে বই মেলা ২০২২

হ্যালোডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২২


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠন, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা প্রয়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাক নিয়ে মাহবুবুর রহমান রিপনের লেখা ‘বঙ্গবন্ধুর রাজ্জাক’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রয়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের জ্যেষ্ঠ সন্তান, ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি। এসময় বইয়ের লেখক মাহবুবুর রহমান রিপনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শের মানসপুত্র খ্যাত জাতীয় নেতা প্রয়াত আব্দুর রাজ্জাকের মধ্যকার ঘটে যাওয়া ইতিহাসের নানা অজানা তথ্য উঠে এসেছে বইটির মাধ্যমে। একজন নেতা হিসেবে আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধুকে কিভাবে ছায়ার মতো অনুসরণ করতেন এবং সারাদেশে কিভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করেছেন তাও তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আজন্মযোদ্ধা হিসেবে আব্দুর রাজ্জাকের জীবনের ঘটনাপ্রবাহের তথ্য মিলবে বইয়ে।

বঙ্গবন্ধুর রাজ্জাক বইটি প্রকাশ হয়েছে বই পত্র প্রকাশনী হতে। অমর গ্রন্থমেলার ৫১, ৫২ ও ৫৩ নং স্টল হতে বইটি সংগ্রহ করা যাবে।

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930