সাময়িকী: শুক্র ও শনিবার
২৭ মে ২০২২
-হালিম নজরুল
একটি দোদুল্যমান সূর্য হেঁটে যায়–
আমার প্রলম্বিত অপেক্ষার চারপাশে।
ঝুলে থাকা কপালে কখনো বা পড়ে শীর্ণ চাদের আলো।
রাত্রি হেঁটে যায় গভীরতার দিকে।
প্রথমা চলে যায়, দ্বিতীয়া চলে যায়,
কৃষ্ণপক্ষ – অষ্টবিংশ চলে যায়,
তবুও চোখ মেলে রাখি আকাশের দিকে।
Add Comment