হ্যালোডেস্ক
০৪ অক্টোবর ২০২২
মূকাভিনয় শিল্পকে দেশের বিভিন্ন প্রান্তে পরিচিতি করার লক্ষ্যে বাংলাদেশ মাইম এসোসিয়েশন নিয়মিত কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর রাজধানীর জিগাতলায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা কবির খোকন মিলনায়তনে প্রয়াত মূকাভিনেতা ফরহাদ হাসান মিঠু ও শিক্ষানুরাগী ফাতেমা খাতুনকে উৎস্বর্গ করে ৩ দিনের মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাথী নাট্য গোষ্ঠী ও ফাতেমা প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে এবং বাংলাদেশ মাইম এসোসিয়েশনের সহযোগিতায় আঠারো জন শিক্ষার্থীবৃন্দ এই কর্মশালায় প্রশিক্ষণ নেয়।
আয়োজনের প্রশিক্ষক হিসেবে ছিলেন মূকাভিনেতা সাহিদ শিসু,শফিকুল ইসলাম ডাবলু,মহিউদ্দীন ছড়া,এবং একুশে পদকপ্রাপ্ত মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের ছাত্র আল মাসুম সবুজ।
কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,ফাতেমা ল’ কলেজের পরিচালক লুৎফুল আহসান বাবু এবং মাইম এসোসিয়েশনের আহবায়ক মুন্সী আবু হারুন টিটোসহ অনেকে।
Add Comment