সাময়িকী : শুক্র ও শনিবার
২৯ অক্টোবর ২০২২
―শফিকুল বারী শিপন শাহরিয়ার
তুমি বহুবার দেখিয়াছো জীবনে
বহুবার শুনিয়াছো নিজ কানেতে,
বহুবার জেনেছো,গুরুজন থেকে,
জন্মিলে মরিতে হইবে জীবনে বটে।
সম্পদ, দাপট, রুপ, অর্থ ক্ষনস্থায়ী
বিত্ত বৈভব, সুদিন, সুযোগ ও অস্থায়ী,
বহুবার বহুজনের পরাজয়, পরাভব
স্বচক্ষে করিয়াছো অবলোকন জীবনে।
বহুবার বুঝিয়াছো- কোনকিছুরই স্থায়ীত্ব
নেই, গ্যারান্টি নেই, অবিনশ্বর নয় কিছুই।
পর্বতসম অট্টালিকা, সাহারার মতো
দীর্ঘতম ভূমি সম্পত্তি, আটলান্টিক এর
মতো সুবিশাল, সুনীল জলরাশীর ন্যায়
জল সম্পদ ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতে,
ভয়াল সুনামীতে, প্রচন্ড ভূমিকম্পনে, কিংবা
ভয়ংকর দাবানলে ধ্বংস, বিধ্বস্ত,
চূর্ণ বিচূর্ন হয়ে যেতে পারে নিমেষেই!!
জ্বলে পুড়ে ছাড়খার, হয়ে যেতে পারে
ব্যবিলনের ঝুলন্ত উদ্যান, কিংবা
করাচীর শালিমার বাগ। ভেসে যেতে
পারে পলকেই – তোমার সাত রাজার
সমান বিশাল, বিরাট ধনরাজির ভান্ডার।
এভারেস্টের মতো সুউচ্চ, সুরম্য, সুরক্ষিত
তুমিও মিশে যাবে নিমিষেই ধূলোর মৃত্তিকায়।
অকস্মাৎ রহিবে পড়িয়া শুধু শূন্য, ধূধূ
মরুভূমির মতো শ্বশান মাটি, আর বালি।
সব পূর্ণ শূন্য হবে,নিঃশেষ হবে সকল আধাঁর,
বিরান হবে রাজত্ব, হয়ে যাবে সব নিরাকার।
তবুও তুমি ভাগ ছাড়ো না, এতটুকু ধূলিকণা!
তবুও তুমি ডাগর চোখে খুঁজে বেড়াও
ঝলমলে পোশাকের, রঙ বেরঙের আল্পনা।
পাশ কাটিয়ে একটু ছোট আপন যারা ছিলো।
চোখ ফিরায়ে; দেখলে না; কোথায় তারা গেলো!!
চললে জীবন ভরে শুধু – রঙীন ঘোরের নেশায়
ভাবলে না কো একটুকু ও, শেষ ঠিকানা কোথায়??
বড় বন্ধু, বড় স্বজন, আর বড় বান্ধব চাই,
কাছে এসো, আরো কাছে-তোদের নিয়ে রই।
রইলো পরে, একটু দুরে আপন মানুষগুলো,
নাওনি কভূ তাদের খবর; তোমার সুখের দিনে;
তারাই তোমার থাকবে পাশে, আপন হয়ে।।
কালকে তোমার শেষ বিদায়ের সেই সময়টাতে।
ভাবতে পারো এখন থেকে, একটিবার হলেও
করবে না কেউ ক্ষমা তোমায়, মরনের পরেও।।
Add Comment