সাময়িকী : শুক্র ও শনিবার
০৪ নভেম্বর ২০২২
― মোহাম্মদ আদনান
পড়ন্ত বিকেলে
আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছি, ভাবছি কিছু একটা, ভাবছি অনেক কিছু,,,, অন্তহীন।
ভাবছি তোমাকে নিয়ে, তোমাকে ঘিরেই সব। অদ্ভুত তুমি! অদ্ভুত তোমার চাহনি,
না জানি কতটা অদ্ভুত,,,, তোমার ইচ্ছে খানি!
ইশ,,, যদি জানতে পারতাম…..!
আমি কে, কি বা আমার পরিচয়?
তা তোমার জানা নেই,
তা নিয়ে তোমার চিন্তা ও নেই।
শুধু সামনে এলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে,
যেন কতকাল পরে দেখতে পেলে!
জানো,
বড্ড লজ্জা হতো, তোমার চাহনিতে হয়তো তুমি বুঝতে!
তাই হয়তো অমন করে চোখ গুলি ফিরিয়ে নিতে।
কি জানি বাবা বুঝিনা, বুঝিনা তোমাকে,
বুঝি না নিজেকে, বুঝি না মনের আর্তনাদকে।
আমি অত্যান্ত সাধারন একটি মেয়ে,
রবীন্দ্রনাথ কিংবা নজরুলের নায়িকা নই,
তবে ইচ্ছে জাগে,,,,
তোমার গল্পের নায়িকা হতে…।
আচ্ছা তুমি পদ্ম লিখো…? কিংবা গদ্য?
যদি লিখো, তবে আমায় তার নায়িকা করো!
ইচ্ছে জাগে, তোমার সাজে সাজতে
তোমার রঙে রঙিন হতে,তোমার ভাষায় কথা বলতে….।
থাকুক না হয়,,, ইচ্ছাটাই বেশ..।
লিখো যদি,,
তবে সাজিও তোমার রঙ্গে বেশ,
বাধা দিবো না, তোমাতেই হবো রঙ্গিন।
জানো,
বড্ড ইচ্ছে জাগে, তোমার সামনে আসতে তোমার চাহনিতে চোখ রেখে,
চোখের বাসায় কথা বলতে।
ইচ্ছে জাগে,
তোমার হাতখানি খানি ধরতে,
কিছুটা পথ একসাথে চলতে।
তোমার না বলা কথাগুলো শুনতে, আর
বলতে তোমাকে…..থাকুক
নাইবা জানলে…..হাহাহাহাহহা
শুনো,,,
ইচ্ছে জাগে ক্লান্ত ক্ষণে, তোমার পাশে বসতে,,,
তোমারই কাঁধে মাথা রেখে স্বস্তির শ্বাস ফেলতে। আর, তোমার হাত জড়িয়ে ধরে বলতে,
” সৃষ্টিকর্তা থাকুক না হয় এভাবেই, এইতো বেশ।”
কিন্তু শ্বাসগুলো আমার দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছে,
এই তো শুধুই ভাবনা, ইচ্ছে তোমাকে ছোঁয়ার! কাছে পাওয়াটা তো বিধাতার লিখন।
তবু স্বাধ থাকুক,
তোমায় পাওয়ার, এইতো বেশ।
স্বাধেই না হয় তৃপ্তি।
Add Comment