সাময়িকী : শুক্র ও শনিবার
১৭ নভেম্বর ২০২২
―মরিয়ম লিপি
ইদানিং তার আচরণ খুব ওলটপালট
তারে ভুল বুঝবার চায় মন,
আবার মায়াও করে,
কত্তবার যে ব্লক করসি
কত্তবার যে ব্লক ছুটাইসি,
মায়া,
এই মায়াটা কাটায়া উঠবার পারতাসিনা!
অহন কি করলে যে এই গভীর যন্ত্রণা আমারে
সারাজীবনের লাইগা লক কইরা দিব
সব মায়ারতন বুঝবার পারতাসিনা,
কে যে এই মায়ার মন্ত্র দিবার পারে
জানা নাই,
জানবার খুব আউস হইতাসে,
সঠিক মন্ত্র কি দিবার পারব?
নাকি আবার আরেক মায়ার জালে আটকা পরুম?
মনে কত প্রশ্ন উলটপালট খাইতাসে,
কিছুতেই রেহাই পাইতাসিনা।
দয়া করো খোদা !

Add Comment