সাময়িকী: শুক্র ও শনিবার
– সজল মনির
গোলাপের পাঁপড়িগুলো
এলোমেলো যত্রতত্র,
বিচ্ছিন্ন এক রণক্ষেত্র।
প্রতিশ্রুতিগুলো মৃত্যুর প্রহরে
আগ্রাসী আকাঙ্খায়।
স্বপ্নগুলো বাঁধা পরে
কাঁটা তারের বেড়ায়।
আলিঙ্গনের উদ্দেশ্য ভূলুন্ঠিত,
আশার ভেলা ভেসে বেড়ায়,
নিশ্চিত মৃত্যু আকাঙ্ক্ষিত।
ফলাফল শুন্য
গোলাপের সৌন্দর্য্য ব্যর্থতায় পূর্ণ।
জীবন এগিয়ে যায়
অজানা গন্তব্য।

Add Comment