-নিশি নুর রজনী
চারিদিকে আজ ধর্ষণ খেলা
বৃদ্ধা থেকে শিশু,
প্রত্যহ হৃদে রোল বাজে
নারী নয়তো কিছু।
সবার কাছে ধর্ষণ আজ
নিত্য দিনের মেনু,
চক্ষু অন্ধ, চিত্ত বোবা
চলবেই কালবেণু।
বুক ফুলিয়ে ধর্ষক চলে
যেন ধুয়েছে গঙ্গাজলে,
ধর্ষিতারে দেখলে সমাজ
ছিঃ ছিঃ রব তোলে।
পোশাক যারা করছো দায়ি
করছো কোলাহল,
৫ বছরের শিশুর বুকে
কেন দাবানল?
বৃদ্ধাটিও ধর্ষিতা আজ
কি বলো তার দোষ?
যৌন জ্বালা মেটাতে বাজাও
অশনি-নির্ঘোষ!
নারী শুধু ভোগের বস্তু
লম্পট বেজায় ধন্য,
নিজের মেয়েও হচ্ছে সদা
কাম বাসনার পণ্য।
পত্রিকার আজ মূল কলামে
ওঠে ধর্ষিতা নারী,
শেষ পাতায় মেলেনা বিচার
মেলে ধর্ষকের বাহাদুরি।
Add Comment