আজকের দেশ

অনুষ্ঠিত হলো ইয়েস গার্লস্ মুভমেন্ট টাস্ক ফোর্সের বার্ষিক সমাপনী অনুষ্ঠান

হ্যালোডেস্ক

২৯ ডিসেম্বর ২০২১


রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে ২৭ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় এসোসিয়েশনের নিজ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইয়ূথ এক্সচেঞ্জ বোথ টু সাউথ (ইয়েস) গার্লস্ মুভমেন্ট ন্যাশনাল টাস্ক ফোর্স টিম বাংলাদেশের বার্ষিক সমাপনী অনুষ্ঠান ‘কানেক্ট টু ইয়েস’ অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের জাতীয় কার্য়ালয়ের গাইড অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। বিশেষ অতিথি ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর ইউনাইটেড নেশনস বাংলাদেশের জনাব আক্তার উদ্দিন। এছাড়া এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস (প্রশাসন) ও প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ (প্রোগ্রাম) অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সমাপনী অনুষ্ঠানে ইয়েস গার্লস্ মুভমেন্ট ২০২১-এর এক বছরব্যাপী প্রজেক্ট ন্যাশনাল টাস্ক ফোর্স হিসেবে ছিলেন ২৫ জন রেঞ্জার। তাদের তত্ত্বাবধানে গার্ল গাইডের সকল অঞ্চল হতে ২৫০ জন রেঞ্জার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ করেন।

রেঞ্জারদের পাঁচটি দলে ভাগ করে লীডারশীপ মাইন্ডসেট, রি-ইউজেবল প্যাড মেকিং, দূষণ ফ্রি ভিশন বোর্ড, মাস্ক মেকিং, কোভিড অ্যাওয়ার্নেস ক্যাপাসিটি বিল্ডিং, অনলাইন কনটেন্ট ক্রিয়েশনসহ আরো কয়েকটি বিষয়ে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে তামরিন আফরোজাকে কান্ট্রি কো-অর্ডিনেটরের স্বীকৃতি সম্মাননা ও মোবাশ্বেরা উদ্দিন ঈষিকাকে ইয়েস এলামনাই রিকগনিশন (ব্যাক টু মাই রুট ক্যাম্পেইন) অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। এ ছাড়া ন্যাশনাল টাস্ক ফোর্স-২০২১ এর টিম লিডার ও টিম মেম্বারদের সম্মাননা ও সেরা দল সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি শেষ ভাগে ট্যাপস্ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি হয়।

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930