সাময়িকী: শুক্র ও শনিবার
– ঝর্না রহমান
আমার মনোময় মুহূর্তের চুমুগুলো জমিয়ে রাখছি।
এই বসন্তের প্রতিটি পুষ্পিত গাছের শাখায় জমে উঠছে আমার প্রেমোষ্ণ চুমুর মৌচাক।
আমার আলিঙ্গনগুলো একত্রে জড়ো করে লতাকুঞ্জে ঝুলিয়ে রাখছি।
এখন ওসব দিয়ে নকশি ফুলের শিকা বুনছে সাগরলতা আর পুষ্পলতার ঝোপ।
আমার লুকিয়ে রাখা আদর আর সোহাগের গুটি থেকে একটানা বের হয়ে আসছে সোনালি রেশম।
অপেক্ষা কর প্রিয়, খুব শিগগিরই তোমার দুঠোঁট ভিজে উঠবে চাকভাঙা মধুতে,
ধৈর্য ধরো আমার পরমাত্মীয়জন, দ্রুতই তোমাদের দেহে টের পাবে গাঢ় পত্রহরিতের আশ্লেষ জড়াজড়ি। জেনে রাখো চিরন্তন আত্মজা আত্মজ, আমার রেশমী তন্তুবয়ন শুধু তোমাদের জন্যই।
আমার সোহাগগুলো তোমাদের অমর পোশাক!
অমরতাকে কীভাবে কাবু করবে করাল করোনা? চিরন্তন চুম্বনকে কীভাবে শুষে নেবে করোনার শুঁড়? আলিঙ্গনের লতাবিতান ছিঁড়তে এসে ক্লান্ত করোনা মুখ থুবড়ে পড়বেই।
দ্রুতই পৃথিবীর সমস্ত হিম সাদা বিছানায় জীবনের পিচকারি থেকে রঙ ছিটকে পড়বে।
অপেক্ষা কর প্রিয়!
Add Comment