সাময়িকী : শুক্র ও শনিবার
-শামীম আজাদ
২৫ সেপ্টেম্বর ২০২১
তুই আমার এন্তার এষণ যমুনা
আমি তোর সুরমা, বিশুদ্ধ রক্তকণা।
তাই কি শীতল শৈলকুপা,
হিরন পয়েন্ট সহ
বিষাদিত বৃক্ষ ও জোছনা
আর কিছু লবন পর্বত সহ
সব এ করদ্বয়ে তুলে দিস!
জ্বালিয়ে মন খারাপের
দাউ দাউ চিতা
কী করে তুলে নিস তুই
অনাকাঙ্খিত রবারের কষ?
আর আমি হয়ে যাই
সূর্যে পুড়ে পুদিনার পাতা চোয়া জল
তোর গৃহস্থ কইতর।
আচ্ছা, কেউ কি জেনেছে
এইসব অত্যাশ্চর্য সংবাদ
এই অসম্ভব!
কেনো ও কি ভাবে
আমাদের সুগন্ধ করেছিলো
ভোল্গা থেকে ভেগে আসা
এক দল বেহুঁশ কবিতার দল?
জন্মেছিলো হাইবারনেশন থেকে
অনাঘ্রাত উন্মত্ততা
আমাদেরই গোলাপী কথকতা?
Add Comment