হ্যালোডেস্ক।। ‘আয়নাবাজি’র পর অমিতাভ রেজা চৌধুরী দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’। যা দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে।
২২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আয়োজিত এ উৎসবে ছবিটি প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে, জানিয়েছেন অমিতাভ।
সিনেমাটির মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামসকে উদ্ধৃত করে অমিতাভ রেজা আরও জানালেন, এখন সিনেমাটি অস্কারে জমা দেওয়া যাবে।
অমিতাভ প্রযোজককে কোট করে লেখেন, ‘ছবিটি ডারবান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা ও প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। তাদের এই স্বীকৃতির মাধ্যমে ছবিটি অস্কারে জমা দেওয়ার জন্য কোয়ালিফায়েড হলো।’
যোগাযোগ করা হলে অমিতাভ জানান, অস্কারে জমা দেওয়ার এই পদ্ধতি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল নন। তবে এ আয়োজনের ফলে অস্কারে সিনেমা জমা দেওয়া সহজ হয়।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন নাসিফ আমীন।
নাঈমা নামে এক কিশোরীর সংগ্রাম এতে উঠে এসেছে। রিকশার প্যাডেলে জীবনের ঘানি টানার এই গল্প তুলে ধরেছেন নভেরা রহমান। তিনি ছাড়াও অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ইংরেজি ভাষায় নির্মিত এ ছবিটি এখনও মুক্তি পায়নি।
Add Comment