তাদের প্রতি এত রাগ কেন? বলবেন কী হে মশাই
মানবিকও ডাক্তার আছেন, সবাই কী আর কসাই?
মানলাম না হয় দু একজনে এপাশ ওপাশ করেন
তাদের জন্য সকলকে কেন একই পাল্লায় ধরেন?
দু চারজন না হয় করেন টেষ্টের নামে ধোঁকা
ভাগে পাইলে রোগীর স্বজন বানিয়ে ফেলেন বোকা।
ইচ্ছামতো ছুড়ি চালান, বাড়ায় টাকার খাত
এদের জন্য সব ডাক্তারের মারেন কেন জাত?
লাশ আটকিয়ে বিল বাড়ায় এমন চিত্র কত?
উল্টো চিত্র চারপাশে দেখুন, পাবেন শত শত।
বেশির ভাগই আপনার আমার প্রয়োজনে খাড়া
মধ্যরাতে কি প্রভাতে দেয় তো তারাই সাড়া!
ভেবে দেখুন ডাক্তার সকল আর দেখেনা রোগী,
যাবেন কোথায়? হোন আপনি ইমাম কিংবা যোগী
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেবা দেন যে জাতি
তাদের মরায় মন কাঁদেনা, আপনার চিন্তায় হাতি!
ভীনদেশী নায়ক মরে, মনে শোকের বন্যা
পিটিয়ে ডাক্তার মারে, আপনি কিছু কন না?
অদেখা এক ঘাতক রোগে মরল কত ডাক্তার
স্বজন হারানোর সেই বেদনার নিবেন কি ভাগ তার?
ভাঙাচোরা ব্যবস্থায়ও করছেন তারা চেষ্টা
তারা যদি হতাশ থাকেন, যাবে কোথায় দেশটা?
দোষে গুণে মানুষ সকল আছেন নানা পেশায়
পুরোপুরি সৎ মানুষ বলেন কোথায় কে পায়?
Add Comment