সাময়িকী: শুক্র ও শনিবার
-শিরিনা বীথি
বেশ অনেক দিন ধরে অপেক্ষা করছি এক পশলা বৃষ্টির
অপেক্ষা করছি নীল আর সাদার মিশেলে
সুন্দর একটা তাঁতের শাড়ি জড়িয়ে ভিজবো তোমার সাথে।
শেষ কবে এমন সুখানুভূতি হয়েছে খুব মনে পড়ছে না।
আসলে এমন কোন স্মৃতি আদৌ আছে কি না
এটাও ঠিক বুঝতে পারছি না।
জানি জীবনের সব থেকে ভাল সময়গুলো দ্রুত হারিয়ে যায়,
চলে যায় একেবারে স্মৃতির অতল গহ্বরে।
মাঝে মাঝে মনে হয় এ কেমন অদ্ভুত বিষয়?
আমার ভাল সময়টাকে আমি আটকাতে পারি না
খারাপ সময়গুলিকে দূর করে দিব চিরতরে
সেটিও আমার জন্য দুঃসাধ্য।
এক জীবনে খুব বেশি চাওয়াতো থাকে না
একটু সুন্দর অনুভূতি অনেক দিন বাচিয়ে রাখে,
স্পৃহা জাগায় সকল কাজে।
তাইতো এক পশলা বৃষ্টির অপেক্ষায় অপেক্ষমান।
Add Comment