সাময়িকী : শুক্র ও শনিবার
-চন্দনকৃষ্ণ পাল
গৌতম বসু হলো নাম ছেলেটার
কোনই খবর নেই মা ও বাবার।
হোটেলে কাজ করে হোটেলেই খায়
পূজো এলে একসেট জামা প্যান্ট পায়।
সকাল দুপুর রাত কাজ শুধু কাজ
ভীষণ মলিন তার শরীরের সাজ।
বড় বড় চোখ দুটি ক্লান্ত ভীষণ
মনটা খারাপ থাকে সারা দিনক্ষণ।
জানতে চাইলে কিছু বিষণ্ন হাসে
এলাকার লোকজন ওকে ভালোবাসে।
টিভির শো-রুমে এলে ভুলে যায় সব
মালিক দোকানে বসে করে কলরব।
ফিরে গেলে ধমকায় চড়-টড় মারে
গৌতম বসু আর কি করতে পারে।
চোখ ফেটে আসে ওর দুই ফোঁটা জল,
চোখের কোণেতে ওরা করে টলোমল।
Add Comment