-বিপ্লব রেজা
সারারাত তারা গুণে একা একা
দগ্ধ রাত্রির থেকে চেয়েছি পালাতে
কেবলি ব্যথা অবসানে, কেবলি ব্যথায়।
নিমগ্ন নিশিথে চেয়েছি ডুবে যেতে
যেমন নিমগ্ন রাখে সমুদ্র শৈলশির,
কেবলি ব্যথা অবসানে কেবলি ব্যথায়।
সারারাত পথে হেঁটে একা একা
নির্মোহ সময় থেকে চেয়েছি বের হতে:
ঘুমের ওষুধও পারেনি ঘুম আনতে চোখে,
হৃদয়ে যে দগ্ধ আগুন- পারিনি নিভাতে
বরফ-পাথারে ডুবে থেকে নিশ্চুপ;
আলতো পরশ রেখেছি যদি বার
নটীর উষ্ণ কোমড়ে অথবা এমন…
শান্ত হয়নি তবু হৃদয়ের তপ্ত ব্যথা।
তবুও তোমাকে মনে পড়ে
তবুও তোমাকে ভুলে থাকতে পারি না
তবুও তোমাকে ছাড়া ভাবতে পারি না, ভাবি না।
সরারাত তারা গুণে একা একা…॥
Add Comment