সাময়িকী: শুক্র ও শনিবার
-জুবাইর আল রাজি
–থাক না পুরনো কথা
এবার তবে নতুন কথা হোক, নতুনের কথা
জীবনের কথা, সরস প্রাণের কথা।
–জীবন সেতো স্পন্দন মাত্র
হঠাৎ থেমে গেলেই হারানো কুল, নষ্ট ফুল।
–স্পন্দনের নাম যদি জীবন হয়
তবে সরস প্রাণ?
–তার মর্ম জানা নেই
যা জানি তা কেবলই কল্পনা।
–তবে কল্পনার কথাই হোক
–এক জোড়া বাবুই নাকি এক জোড়া চুড়ইর স্বপ্নের কথা?
–পার্থক্য কোথায়?
–বাবুইর সুখ শিল্পে, চুড়ইর সুখ অট্টালিকায়।
–অত জটিলতা বুঝিনা বরং সহজ আলাপনে তৃষ্ণা মিটুক
–হাতের মুঠোয় যে বর্তমান খেলা করে তা-ই সহজ
ফসকে গেলে অবাধ বিচরণে খেই হারিয়ে
বেশ বুঝতে পারি তৃষ্ণা সে যে কখনো মিটেনা।
–যে জীবনকে ভেবেছে সম্ভবনা, তার কন্ঠ আড়ষ্ঠ হয়ে আসা হতাশা, বড্ড বেমানান।
–হয়তো, তবে এতো কাল জীবনের পথে হেঁটে জেনেছি জীবন নয় কেবল মৃত্যুর কাছাকাছি যাচ্ছি।
Add Comment