হ্যালোডেস্ক
১৯ নভেম্বর ২০২১
গত ১৬’নভেম্বর’২০২১ মঙ্গলবার পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সাহিত্য পত্রিকা কবিতাশ্রম-এর আয়োজনে কবি ও প্রাবন্ধিক মতিন বৈরাগী-র ৭৬ তম জন্মদিন পালিত হয়।এবং কবির ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। এবং সভাপতিত্ব করেন কবিতাশ্রমের সম্পাদক কবি মতি গাজ্জালী
কবিতাশ্রম আয়োজিত কবি মতিন বৈরাগীর জন্মদিন ও তাঁর নির্বাচিত কবিতাগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি মতিন বৈরাগী, কবি মোহন রায়হান, কবি মুনীর সিরাজ, কবি আমিনুল ইসলাম, কথাসাহিত্যিক মনি হায়দার, কবি গোলাম কিবরিয়া পিনু, ভাষাবিদ আবুল কাইয়ুম, কবি শাহীন রেজা, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, কবি সোহাগ সিদ্দিকী, বদরুল আহসান খান, কবি হাসান মাহমুদ, কবি প্রণব মজুমদার,কবি সৈয়দ ইকতেদার আলী, কবি শামসুদ্দিন হীরা, কবি তাহমিনা শিল্পী, বাচিক শিল্পী রূপশ্রী চক্রবর্তি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী রশিদ কামাল।
Add Comment