সাময়িকী: শুক্র ও শনিবার
-পৃথ্বীশ চক্রবর্ত্তী
পরিশেষে নদ-হ্রদ
মহাসাগর পেরিয়ে
করোনা এসে বলে
যেতে চায় বেড়িয়ে
এসেই গেছে যখন
ভাইরাস করোনা
আতংকে তাই যেনো
কেউ ভাই মরো না।
সর্দি, কাশি, শ্বাসকষ্ট
ব্যথা থাকে সারাক্ষণ
জ্বরে কাঁপবে শরীরও
এই তার লক্ষণ
একটুকু পর পর
পান করো পানীয়
মেনে নাও ডাক্তারের
সবগুলো বাণীও।
জনসমাগম থেকে
দ্রুত যাও বেরিয়ে
হ্যান্ডশ্যাক, ইমব্রেসিং
সব যাও এড়িয়ে।
হাত না ধুয়ে যেনো
কেউ কিছু খেয়ো না
রোগাক্রান্তের কাছে কেউ
মাস্ক ছাড়া যেয়ো না।
করোনার কাছে নেই
একটুকুন করুণা!
গতকাল বলেছেন
ডাক্তার বরুণা।

Add Comment