সাময়িকী: শুক্র ও শনিবার
২০ অক্টোবর ২০২৩
–শাহীন রেজা
সে বললো, পশ্চিম
আমি বললাম, পূর্ব
সে বললো, হিন্দু
আমি বললাম, মুসলমান
সে বললো, শ্রী
আমি বললাম, জনাব
সে বললো, গীতা
আমি বললাম, পবিত্র কুরআন
সে বললো, বাঙালি
আমি বললাম, বাঙালি–
সাথে সাথে বেজে উঠল ডোরবেল
কাঁটাতার ভেঙে একাত্ম
বাঙালিরা, মানুষেরা।

Add Comment