সাময়িকী: শুক্র ও শনিবার
-দীপক মান্না (কলকাতা)
আজ তবে কুসুম ফুটুক হৃদয় জুড়ে
ধীর স্পন্দন ছুঁয়ে যাক থার্মোমিটারের শেষ দাগ
সকল স্বপ্ন, কল্পনা অপেক্ষার নদী পেরিয়ে
খুঁজে পাক সোনালি চরাচর
প্রথম স্পর্শের ব্যাকুলতা
কিছুটা স্থিতিশীল হোক তবে
জীবনের তানপুরায়
বেজে উঠুক প্রথম বসন্ত গান
একলা তিতির যেন ফিরে না যায়
পৃথিবীর কাছাকাছি এসে
শূন্যতা যেন ছুঁয়ে না থাকে
মধ্যরাতের আকাশ
হৃদয়ের ক্যানভাসে যেন আঁকা না হয়
বিষাদের কোন ছবি

Add Comment