কবিতা

ক্রমশঃ আমি যে পথে হারিয়েছি নিজেকে!

সাময়িকী : শুক্র ও শনিবার

-শফিকুল বারী শিপন শাহরিয়ার

আমি ক্রমশঃ অন্যরকম হয়ে গেছি ইদানীং
তোমাদের নিরন্তর অবজ্ঞা, আর অবহেলা
আর এমন বাহারী বেদনা; বেলা- অবেলা!
আমি ভীষন আহত আজ, আশাহতও।
আমি সীমাহীন হেটে চলা এ পথে
চলতে চলতে কতটা ক্লান্ত হয়েছি
সে খবর নিতে কেউ নেই আজ কোথাও আমার;
সাথে কি বা পাশে, আজকের এই
নিঃসঙ্গ সময়ের সাথী হয়ে শুধু
পেড়িয়ে এসেছি এতটা পথ!
হয়ত বাকি পথটাও এভাবে পাড়ি
দেব নিঃশব্দে, নিঃসঙ্কোচে আমি।
হয়ত সে বেলায় ও পাশে পাবো না
তোমায়; জানি নিশ্চিত ভাবেই।
তবে জেনো রেখো, একদিন ছিলাম
কতটা অপরিহার্য মোরা, একে অপরের প্রশ্নাতীত প্রয়োজনে!!
আজ যেন সে সবই দূঃস্মৃতির কবলে।
তাই রাখিনা ধরে কোন আশা আর
হৃদয়ে আমার, যখন গিয়েছে ডুবে
পূর্ণিমার চাঁদ, নেমেছে আঁধার!!

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930