কবিতা

ক্ষত

সাময়িকী : শুক্র ও শনিবার

-রিগ্যান এসকান্দার

৩১ জুলাই ২০২১


হৃদয়ের ক্ষত দেখে চমকে উঠি-
ছাল ওঠা বৃদ্ধ বৃক্ষের মতোন এবড়োখেবড়ো,
যত প্রবীণ হই খসে খসে যায় বাকল স্বপ্ন পাখি
মানুষ-জন্ম নিয়ে আমি ঘুরে বেড়াই বনে ও বাদরে।

হৃদয়ের ক্ষত দেখে চমকে উঠি-
কী এক চকচকে সাফল্যের চাকু লুকিয়ে রাখে মানুষ
মানুষেরই অজান্তে, যত প্রবীণ হই দেখি-
ছলনা বেচে দেয় তারা সোহাগের মোড়কে।

এসব একান্ত অভিজ্ঞতা নিয়ে এই পৃথিবীর বুকে
অঙ্ক জানা মানুষগুলো দেখে একাকী ডুকরে উঠি,
আমার জন্য অপেক্ষারত অন্তিম সে কাঠুরিয়া জানে-
অরণ্যের ভেতর একটি গাছ মূলত কতটা বিরহী।

চাকু আর ছলনার কাছে পরাজিত এই আমি
আহা, হৃদয়ের ক্ষত দেখে চমকে উঠি।

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930