সাময়িকী: শুক্র ও শনিবার
-শিরিন আক্তার শীলা
তুমি খুব জটিল
তোমার মুখের ভাষা জটিল
চাহনি জটিল,
এমনকি মনটা ও জটিল।
তুমি কষ্ট দিয়ে বলো
কেন কষ্ট পাচ্ছো?
কাছে টেনে বলো
কেন কাছে এসেছো?
গান শুনিয়ে বলো,
কেন শুনছো?
প্রেমে ভাসিয়ে বলো,
কেন ভাসছো?
নিজেই বেশী চাও
আমাকে বলো অল্পতেই সন্তুষ্ট থাকো,
নিজে সারাদিন বক্তৃতা দিয়ে যাও,
আমাকে বলো চুপ থাকো।
সত্যি জটিল তুমি
তোমার শ্বাস প্রশ্বাস ও জটিল,
তুমি অসম্ভব চালাক ও বটে,
নিজেই ডাল বদলাও,
আমাকে বলো বদলাও কেন?
নিজেই নতুন খুঁজো
আমাকে বলো কি খুঁজছো?
ঠকিয়ে বলো ঠকাচ্ছো কেন?
চালাকি করে বলো
তুমি এতো বোকা কেন?
আমি বোকা আছি, বেশ আছি,
অল্পতেই তুষ্ট আছি
অল্পই চাওয়া পাওয়া মোর,
যদি ভালো না বাসো
তবে চলে যাও,
আমি একাই বাঁচি।
Add Comment