হ্যালোডেস্ক
আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী খুলনায় উদীচী দৌলতপুর শাখা পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ মাইম এসোসিয়েশনের সহযোগীতায় ‘মুকাভিনয়’ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে কর্মশালাটি।
কর্মশালায় দেয়া হবে বেসিক মাইম, বডি ল্যাংগুয়েজ, এক্সপ্রেশন এবং ইম্প্রোভাইজেশনসহ নানান বিষয়ের প্রশিক্ষণ।
কর্মশালাটি পরিচালনা করবেন ঢাকা মাইম থিয়েটারের পরিচালক ও বিশ্বখ্যাত মুকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের স্নেহধন্য ছাত্র আল মাসুম সবুজ।
মূকাভিনয় যে কারণে জরুরী
পারফর্মিং আর্টের যত শাখা আছে যেমন- অভিনয়, মডেলিং, নাচ বা গান। এর সবগুলিতেই অভিব্যক্তি(এক্সপ্রেশন) এর ব্যবহার জরুরী। এছাড়া, প্রাণ ছাড়া শরীর যেমন মুল্যহীন, তেমনি এক্সপ্রেশন ছাড়া শৈল্পীক উপস্থাপন অকার্যকর। তাই মূকাভিনয় চর্চার মাধ্যমে সঠিক অভিব্যক্তি প্রকাশ এবং শরীরের সাবলিল ভাব প্রকাশ সম্ভব। এজন্য মূকাভিনয় শিল্পকে যেকোন পারফর্মিং আর্টের বেজমেন্ট হিসেবে ধরা হয়ে থাকে। তাই আল মাসুম সবুজের মতে পারফর্মিং আর্টের জন্য এই শিল্পটি খুবই জরুরী।
Add Comment