সাময়িকী: শুক্র ও শনিবার
-দীপান্বিতা রায় সরকার
কেমন আছো, পত্র লিখো..
শর্ত ! রাখিনি তো কিছু,
ইচ্ছে হলেই লিখতে পারো।
শাল পিয়ালের বনের ভিতর.
জমাট মেঘের অন্তরেতে,
বৃষ্টি হয়ে নামতে পারো!
তুমি ও জানো আমিও গহীন..
সোজা সরল পথটি ছেড়ে
ভিজছি একা অন্তপুরে।
জল কি তোমার এক সমুদ্দুর!
ইচ্ছে হলে সাঁতরে যাব,
মনের ভিতর ডুব সাঁতারে।
জানবে না তো কেউ কোন দিন ..
তুমিও কি আর জানতে পারো!
অশ্রু হয়ে নামবো কখন?
মনটি যখন বেখেয়ালেই..
ভরবে আখর বাউল গানে,
মুগ্ধ আমি সেই তো তখন।
তেমনি রব ছদ্মবেশে..
ধুলোয় ধূসর মলীন বেশে,
তোমার মাঝে আত্ম মগন।
Add Comment