তরঙ্গটুডে

গাইবেন না জেমস ! বললেন দুঃখিত!

ফাইল ছবি

হ্যালোডেস্ক।।   স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জেমস বললেন, ‘দুঃখিত’! অথচ এই দিনটিকে ঘিরে গেল ক’দিন ধরে ঢাকার অদূরে গাজীপুরে নেমেছিলো উৎসবের আমেজ।

টানা দেড় বছর পর ফের এই রকতারকা গাজীপুরের রাজবাড়ি মাঠে যাবেন, গান গেয়ে সুবর্ণজয়ন্তীর উচ্ছ্বাসে ভাসাবেন অগুনতি ভক্তদের। কিন্তু সেটি আর হচ্ছে না।

বৃহস্পতিবার দিবাগত রাত ঠিক ১২টায়, মানে সুবর্ণজয়ন্তীর প্রথম প্রহরে ক্ষুদে-বার্তা পাঠালেন নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুরর রবিন। জেমসের পক্ষ থেকে বললেন, ‘দুঃখিত! শুক্রবার স্বাধীনতা কনসার্টে আমাদের দেখা হচ্ছে না। সারাদেশের মতো গাজীপুরেও করোনার প্রকোপ বাড়তে থাকায়, আপামর জনসাধারণের বৃহৎ স্বার্থে রাজবাড়ি মাঠের কনসার্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো!’

ভক্তদের এটাও জানাতে ভুললেন না জেমস, ‘ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

অথচ ২৫ মার্চ দিনভর জেমস সংবাদ শিরোনামে ছিলেন, শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মাতাবেন বলে উন্মুক্ত আকাশের নিচে গিটার হাতে। গত এক বছরে এটাই ছিলো এই সুপারস্টারের একমাত্র ওপেন এয়ার কনসার্ট।

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কনসার্ট’ নামের বিশেষ এই আয়োজন করেছিল গাজীপুর সিটি করপোরেশন। যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় মেয়র জাহাঙ্গীর আলম।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930