হ্যালোডেস্ক
একুশে গ্রন্থমেলা ২০২০
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিউত হয়েছে কাজী সাজেদুর রহমান’র লেখা বই ‘উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রুপরেখা’র দ্বিতীয় সংস্করণ।
লেখক জানান, বইটি লেখা তাদের নিয়ে যারা উদ্যোক্তা হবার স্বপ্ন দেখে। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে দিশেহারা হয়ে পরছেন। পথ খুঁজে পাচ্ছেন না যে কি করবেন। তিনি বলেন, বইটিতে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে একজন উদ্যোক্তার ভিতরে কি কি বিষয় থাকা উচিত এবং তার চলার পথে দূর্যোগগুলো কিভাবে মোকাবেলা করতে হবে। কঠিন বিষয়গুলো কি করে আয়ত্তে এনে সহজে কাজ করা যাবে।
বইটি এবারের মেলায় পাওয়া যাচ্ছে “শুদ্ধ প্রকাশনীর” ৭০২ নাম্বার স্টলে। এছাড়া বইটি কেপিসি পেপার কাপ এর অফিস থেকেও সংগ্রহ করা যাবে।
Add Comment