হ্যালোডেস্ক
এখনও গ্রামে গঞ্জে প্রকৃতির নানান রুপের দেখা মেলে। যেসব দৃশ্য চোখ জুড়ানোর মতো।
এমন পথ ধরে হাঁটতেই বাতাসে প্রাণ জুড়াবে যে কারো।
হঠাৎ দেখা মিলে যায় অবাক করা সব দৃশ্যের।
এমন প্রকৃতির মাঝে যে কেউ হারাতে চাইবে নিজেকে।
খোলা বিলের মাঝে মেঘাচ্ছন্ন আকাশের রুপ এতটাই মুগ্ধ করেছে প্রকৃতির নিচে না আসলে বলে বোজানো সম্ভব হবে না।
প্রকৃতি তার নিজের রুপে সেজেছে।
শিয়াল পন্ডিতের কথা বইতে বহুবার পড়া হয়েছে। কিন্তু বাস্তবে পন্ডিত মশাইকে ক’জনে দেখতে পেয়েছে। গ্রামে এখনও দুপুর-সন্ধ্যায় দেখা মেলে এমন পন্ডিতদের। ছবিটি তুলতে অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে ফটোগ্রাফারের।
ছবি তুলে পাঠিয়েছেন, ফজলে রাব্বি
Add Comment