হ্যালোডেস্ক
বৈশ্বিক করোনাভাইরাসের ছোবলে সারাবিশ্ব। প্রতিদিন হাজার হাজার প্রাণহানি ঘটছে। মানুষ এখনও সচেতন নন। তাই মানুষকে সচেতন করতে একটু ভিন্ন আয়োজনে চিত্র সাংবাদিক আল মাসুম সবুজ নেমেছেন ‘ঘরে থাকুন’ স্লোগান নিয়ে।
সবুজ বলেন, কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন অনেকেই। এই তালিকায় আছেন বিনোদন অঙ্গনের মানুষও। নাটক-সিনেমা-গানের মানুষেরা ঘরে বসে প্রকাশ করছেন বিভিন্ন ধরনের সৃষ্টিকর্ম। এরই অংশ হিসেবে (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়েছে ‘আমরা করবো জয়’ নামের একটি গানচিত্র। অবরুদ্ধ সময়কে ঘরবন্দি থেকে কিছু করতে চেয়েছি। তাই বাংলাদেশ ও ভারতের কয়েকজন বন্ধুরা মিলে তৈরি করেছি ভিডিওচিত্র। কালজয়ী গান, আমরা করবো জয়ের করোনা ভার্শন। ইন্টারনেটযুগে সবার মোবাইল ফোনে গানের ভিডিও ধারণ করে পাঠানো চিত্র একসাথে করে তৈরি হয়েছে “আমরা করবো জয়” গানটি।
বাংলা, ইংরেজি ও হিন্দি। তিন ভাষায় নির্মিত গানটি আশাকরি সবার ভালো লাগবে।
গানটি বানানোর মূল ভাবনায় আল মাসুম সবুজ, প্রধান সমন্বয়ক ইমন সাই, এতে কণ্ঠ দিয়েছেন এম এস আই শফিক, আল মাসুম সবুজ, মারুফ শরীফ, জি এম নিপুন, দেবলীনা সুর, জয়ীতা চক্রবর্তী (ভারত)। সংগীত আয়োজনে এফ এন এফ ষ্টুডিও, সংগীত আয়োজক জি এম নিপুন। নৃত্যশিল্পী আলিয়া অন্তি, সুমন মন্ডল (ভারত), শাওন শান। অভিনয় শিল্পী মুকিত জাকারিয়া, সেজান আহমেদ, ইমন সাই, এল, সি, রফিক, তানিন তানহা, পুর্নিমা বৃষ্টি, কানিজ লিয়া, ইফতে জেনা মিতি, দীপু ইমাম, আরশ খান। মুল গান আমরা করবো জয়।
বর্তমান করোনা নিয়ে নির্মিত গানের কথা- করোনার হবে পরাজয়, করোনার হবে পরাজয়,
করোনার হবে পরাজয় একদিন।।
তাইতো সচেতন হবো, ঘরেতে রবো।
করোনার হবে পরাজয় একদিন।।।
Corona’ll be Destroyed,
Corona’ll be Destroyed,
Corona’ll be Destroyed,some day.
Hey Hey Don’t Be Afraid,
Stay at your Home
Corona will Destroy Some Day
করোনা হাটায়েঙ্গে হাম
করোনা হাটায়েঙ্গে হাম
করোনা হাটায়েঙ্গে হাম
হে হে ঘারপে তুম র্যা হনা,
সুরাক্সিত র্যা হেনা।
করোনা হাটায়েঙ্গে হাম, একদিন
আমরা করবো জয়
আমরা করবো জয়
আমরা করবো জয় একদিন।
ও হো বুকের গভিরে
আছে প্রত্যয়
আমরা করবো জয় একদিন।
(ভিডিওটি দেখতে ক্লিক করুন)
অবরুদ্ধ সময়,বাংলাদেশ ও ভারতের কয়েকজন বন্ধুরা মিলে কালজয়ী গান,#আমরা_করবো_জয়। এর করোনা ভার্শন। তিন ভাষায় নির্মিত গানটি আশাকরি সবার ভালো লাগবে।মূল ভাবনা আল মাসুম সবুজশিল্পীকন্ঠ দিয়েছেনএম এস আই শফিকআল মাসুম সবুজমারুফ শরীফজি এম নিপুনদেবলীনা সুর জয়ীতা চক্রবর্তী ( ভারত )সংগীত আয়োজনে এফ এন এফ ষ্টুডিও সংগীত আয়োজক জি এম নিপুন।নৃত্যশিল্পীআলিয়া অন্তিসুমন মন্ডল ( ভারত ) শাওন শানঅভিনয় শিল্পীমুকিত জাকারিয়াসেজান আহমেদইমন সাইএল,সি,রফিকতানিন তানহাপুর্নিমা বৃষ্টিকানিজ লিয়াইফতে জেনা মিতিদীপু ইমামআরশ খানপ্রধান সমন্বয়কইমন সাই
Gepostet von Al Masum Shobuj am Freitag, 24. April 2020
Add Comment