সাময়িকী: শুক্র ও শনিবার
-মাহবুবা ফারুক
কাঠ খড় পুড়ে যদি ছাই হয়
সে ছাইও কাজে লাগে
ছাইয়েরও দাম আছে সংসারে
ফেরি করে বিক্রি হয়
“ছাই লাগবে ছাই”
যখন আমি পুড়ে ছাই হই তখন
হ্যাঁ বলছি – শুধু আমি পুড়ে ছাই হলে
কেউ দেখেনা, কারো কাজে লাগেনা
অবহেলার ভাংগা কুলো জুটে কখনো
হৃদয় পোড়ানো ছাই
অলক্ষ্যে অযত্নে পড়ে থাকে নিজের দু:খ নিয়ে।
Add Comment