সাময়িকী : শুক্র ও শনিবার
-বাপ্পি সাহা
জীবনটা আজ শুরু হল নতুন প্রাণের উদ্যামে
তোমাকে নিয়ে আছি বেশ সব শুরুরই পরিত্রানে।
জন্ম মৃত্যুর করুণ খেলা খেলতে হয় যে রোজ
শেষ এর পর শুরু আছে কে নেয় কার খোঁজ।
জন্ম মৃত্যুর করুন খেলায় হার জিত যে নাহি
তবু কেন এত হাহাকার বাজে প্রতিশোধের বাণী।
শুরু থেকে শেষ অব্দি দিতে পারি কি কারোর দাম
সবকিছু কি আজ মিথ্যের মাঝে স্বার্থের প্রতিদান।
সৃষ্টি এক সৃষ্টিকর্তা এক সব কিছু তারই মহিমা
ভুল পথে চললে নেই যে নেই কোন আর ক্ষমা।
ভালো কিছু করলে পরে পাবো যে তারই দেখা
তোমার নামেই শুরু আজ নিয়তি যাই থাকুক লেখা।
Add Comment