সাময়িকী: শুক্র ও শনিবার
২০ অক্টোবর ২০২৩
–সাফিয়া খন্দকার রেখা
ক্রমাগত নীচে নামছে সূর্য
গ্রাস হয়ে যাচ্ছে জ্যোৎস্নার ঘ্রাণ –
অমাবস্যা -পূর্ণিমা।
কিংকর্তব্যবিমূঢ় সূর্যমুখী, সূর্যের তেজস্ক্রিতায়।
ভস্ম হয়ে যাচ্ছে আদি অন্ত,
সুখ-অসুখ-বিষন্ন সময়ের স্বরলিপি।
প্রজাপতির ডানায় মেঘ ভেসে এসে
সূর্যের শরীর স্পর্শ করে।
ছড়িয়ে দেয় প্রেমোগন্ধী উম্মাদনা,
ক্রমাগত উর্ধ্বোমুখি সূর্য আকাশ ছুঁয়ে
অস্তিত্ব গেঁথে নেয়।
অগণিত জলের ঘুঙুর পায়ে
নেচে ওঠে মেঘের দল।
একজোড়া কাতরতা এক হয়ে
মিশে যায়—সূর্যের বুকে মেঘ।
পুড়িয়ে চলছে সূর্য নিজেকে –
মেঘ শতাব্দীর পর শতাব্দী কবিতা হয়ে
জ্যোৎস্নার উম্মাদনা ছড়িয়ে
আগুনরঙা সূর্যকে শীতোষ্ণ প্রেমের
স্নায়ু সমুদ্রে ভাসিয়ে রাখে।
পূর্ণিমাতিথিতে চাঁদ দেখে
মেঘের সাথে সূর্যের অদ্ভুত প্রণয়…
Add Comment